Friday, August 8, 2014

Rare photos of tagore

last days of tagoreI'm a traveler, a pilgrim.
No one can hold or stop me,
not the bonds of joys and sorrows,
not the room I live in.
অবিভক্ত বঙ্গের খুলনা জেলা সদর থেকে ১৯ কিঃমিঃ দূরে দক্ষিণডিহি গ্রামের এই বাড়িটিই কবির শ্বশুরালয়। বর্তমানে এটি বাঙলাদেশের ফুলতলা উপজেলার অন্তর্ভূক্ত। এখানেই কবিপত্নীর জন্ম এবং শৈশবকাল কাটে। তখন তাঁর নাম ছিল ভবতারিণী। রবীন্দ্রনাথ অবশ্য এ বাড়িতে বরবেশে আসেন নি। তাঁদের বিয়ে হয় কলকাতার জোড়াসাঁকোতেই। বিয়ের পর ভবতারিণীর পরিবর্তিত নাম হয় মৃণালিনী।
দেশভাগের পর বাড়িটি জরাজীর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। বর্তমান বাঙলাদেশ সরকার বাড়িটির মেরামতি ও সংস্কার করে এই চেহারায় নিয়ে এসেছেন। প্রবেশদ্বারে স্থাপিত হয়েছে মৃণালিনী দেবীর আবক্ষমূর্তি, বাড়িটির একাংশে স্থাপিত হয়েছে মৃণালিনী মঞ্চ। অদূরে আর একটি ভবনে প্রতিষ্ঠিত হয়েছে রবীন্দ্র চর্চা কেন্দ্র। ভবনটিকে বাঙলাদেশে রবীন্দ্র স্মৃতিতীর্থের অন্যতম হিসেবে গণ্য করা হয়।
My load of cares pulls me down;... See More

Tuesday, May 27, 2014

Photo Puper biyete

Puper (adopted daughter of rathi and pratima) biyete on 30th Dec 1939.